৬০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতাল চলাকালীন এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ওয়ার্ডে না থাকার কারণে চিকিৎসাসেবায় কিছুটা ব্যাঘাত হয়। তবে পরিচ্ছন্নতা, ওষুধ আনা-নেওয়া, রোগী নিয়ে যাওয়া ও নিরাপত্তাজনিত সমস্যাগুলো এ সময় দেখা দেয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসাব্যবস্থায় কোনো ব্যাঘাত হয়নি। হাসপাতালের পরিচালক ...

